সিলেটে ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪২) হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি খুনের কারণ। এছাড়া এ ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। তবে পুলিশের দাবি- খুনের রহস্য উদঘাটন বা খুনি গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তারা। 

এদিকে, ময়না তদন্ত শেষে রোববার (৫ জুন) বিকেলে লাশ দাফন করা হয়েছে। শেষ খবর পাওয়া (রাত সাড়ে ১১টা) পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এর আগে শনিবার সন্ধ্যারাতে মনিরুল ইসলামকে কে বা কারা কুপিয়ে হত্যা করে। রাত ৯টার দিকে সিলেট এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা বাগানের এমডির বাংলো সংলগ্ন পাকা রাস্তার পাশে মনিরুলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

মনিরুল ইসলাম এয়ারপোর্ট থানার  বড়শালা আহমদ হাউজিং আবাসিক এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। নগরীর খাসদবির এলাকায় মনিরুল ইসলামের একটি ওয়ার্কশপ রয়েছে। 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির রবিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেটভিউ-কে বলেন, ময়না তদন্ত শেষে মনিরুল ইসলামের মরদেহ রবিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হলে বিকালেই পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

ওসি জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বা এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। তবে জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।  

লাশ দাফনের পর মনিরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম