বিইএফ ও সিলেট চেম্বারের উদ্যোগে বিদেশ ফেরত কর্মীদের জন্য ২ দিনব্যাপি উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 


বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় চেম্বার কার্যালয়ে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে ‘এন্ট্রিপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্ট ট্রেইনিং ফর দি মাইগ্র্যান্ট ওয়ার্কার্স’ শীর্ষক ২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আসামের রপ্তানিকারক ফারুক আলমগীর।
 
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ অপরিহার্য্য। প্রশিক্ষণ গ্রহণ করে পরিকল্পিতভাবে কোন ব্যবসার উদ্যোগ গ্রহণ করলে তা অবশ্যই লাভজনক হবে।

 

২ দিনব্যাপী এ কর্মশালা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশ ফেরত কর্মীরা লাভবান হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিদেশ ফেরত কর্মীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে সময়োপযোগী এ প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজনে এগিয়ে আসার জন্য তিনি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এ ধরণের কর্মশালা আয়োজন ভবিষ্যতেও চালু রাখার আহবান জানান।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল আসিফ আইয়ুব বলেন, বিদেশ ফেরত কর্মীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে তারা যেমন স্বাবলম্বী হবেন তেমনি দেশের অর্থনীতিও দ্রুত গতিতে এগিয়ে যাবে। এ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন কাজ করে যাচ্ছে।

 

তিনি প্রশিক্ষণার্থীগণকে প্রশিক্ষণ কর্মাশালা থেকে লব্ধ অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগানোর আহবান জানান।

তিনি ২ দিনব্যাপী কর্মশালাটি আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সিলেট চেম্বারকে আন্তরিক ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের রপ্তানিকারক ফারুক আলমগীর, বিইএফ এর মাস্টার ট্রেইনার জোহা জামিলুর রহমান, আইএলও এর মাইগ্রেশন কনসালটেন্ট মোঃ নুরুজ্জামান, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নুরানী জাহান কলি, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল, এক্সিকিউটিভ অফিসার (এমআরসি) মোঃ শাহ আলম রাফি এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।

 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১