অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অনেক গুণের অধিকারী। অভিনয়ের পাশাপাশি তিনি একাধারে নৃত্যশিল্পী এবং মডেল হিসেবেও কাজ করে থাকেন। তিন মাধ্যমেই নিয়মিত দেখা যায় তাকে। সমসাময়িক ইস্যুতেও বেশ সক্রিয় থাকতে দেখা যায় এই তারকাকে।

 


ভাবনা এবার মুখ খুলেছেন মানুষের দৈহিক গড়ন নিয়ে অন্যদের নাক গলানো নিয়ে। এই অভিনেত্রীর মতে, ‘সবার দেখতে একই রকম হওয়ার দরকার কী? কারো গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়? মানুষকে জাজ করা বন্ধ করুন।’

 

মঙ্গলবার (২১ জুন) নিজের ফেসবুক পেজে মেকআপ ছাড়া একটি ছবি পোস্ট করে ক্যাপশনে এসব কথা লেখেন ভাবনা। তিনি লেখেন, ‘মাঝে মাঝে এমন হয়, নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলি, কারণ আশেপাশের মানুষ, নাকটা একটু সোজা করতে হবে, ডাবল চিন ঠিক করতে হবে, আইব্রো এত নীচে নামানো, উঁচু করে ফেলতে হবে, ঠোঁট মোটা করতে হবে। আর ও কত কী, হ্যাঁ সবারই ইচ্ছা করে তাকে ভালো দেখাক, তবে মানুষের কথা শুনে না।’

 

এই অভিনেত্রীর ভাষ্যে, ‘জীবনে একটা জিনিসই করবেন না, সেটা হলো মানুষের কথা শোনা। আপনার পরিবার ছাড়া কেউ আপনাকে ভালো বুদ্ধি দেবে না । আমি এসবের বিপক্ষে না, তবে এই যে মানুষের কনফিডেন্স লো করে দেয়া, এটা আমার অপছন্দ।’

সবশেষ ভাবনা প্রশ্ন রাখেন, ‘সবার দেখতে একই রকম হওয়ার দরকার কী। কারো গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়? মানুষকে জাজ করা বন্ধ করুন।’

 

উল্লেখ্য, ভাবনাকে সবশেষ দেখা গেছে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায়। অভিনেত্রী সম্প্রতি শেষ করেছেন ‘দামপাড়া’ সিনেমার কাজ। সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আনন জামান। পরিচালনায় শুদ্ধমান চৈতন।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৯


সূত্র : ঢাকাপোষ্ট