এবারের বন্যায় সিলেটে এখন অবধি ৪৭ জনের মৃত্যু হয়েছে। এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। তারা বলছে, গতকাল শুক্রবার বিকাল  পর্যন্ত সারাদেশে বন্যায় মৃতের সংখ্যা ৭৩।

বন্যার সময় নানা রোগে আক্রান্ত হয়ে এবং বন্যা থেকে সৃষ্ট কিছু দুর্ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, সিলেট বিভাগে বন্যায় মারা যাওয়া ৪৭ জনের মধ্যে সিলেট জেলায় ১৬ জন মারা গেছেন। এ ছাড়া সুনামগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারে ৩ জন এবং হবিগঞ্জে ২ জন মারা গেছেন।

এর বাইরে ময়মনসিংহ বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ৪ জন মারা গেছেন বন্যায়।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে