স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্ভোগে পড়া মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।

সোমবার (২৭ জুন) বিকেলে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমদের নির্দেশনায় ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপির তত্ত্বাবধানে সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেন সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী।


ছাতকের কালারুকা ইউনিয়নের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় বন্যাদুর্গত প্রায় তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণে স্থানীয় নেতৃবৃন্দ ও সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী বলেন, বন্যাদুর্গত এলাকার বানভাসি মানুষেরা অনেক কষ্টে দিনযাপন করছে। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এ উদ্যোগ গ্রহণ করে। বন্যার্তদের পাশে সবসময় সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থাকবে বলে জানান তিনি।


সিলেটভিউ২৪ডটকম/অনি/পিডি