গত সোমবার দুপুরে সিলেটভিউ২৪ডটকম-এ সিলেটের বালাগঞ্জ উপজেলার বন্যার্তদের আশ্রয় কেন্দ্র বিশুদ্ধ পানির সংকট নিয়ে সংবাদ দেখে সেখানে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পাঠিয়েছেন সিলেটের তরুণ ব্যবসায়ী ও সিকন্দর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফায়েক এ শিপু।

সোমবার দুপুরে 'বালাগঞ্জে আশ্রয়কেন্দ্রে বিশুদ্ধ খাবার পানির সংকট' শিরোনামে প্রকাশিত সংবাদটি তার দৃষ্টিগোচর হলে সাথে সাথেই তিনি বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করেন। পরে এগুলো সুষ্ঠুভাবে বন্টনের জন্য সোমবার বিকালে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের কাছে হস্তান্তর করেন।


এ ব্যাপারে ব্যবসায়ী ফায়েক এ শিপু বলেন- বন্যা পরিস্থিতি শুরু পর থেকেই আমি ও আমার পরিবার খাবার, বিশুদ্ধ পানি বিতরণসহ নানাভাবে দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করছি৷ সোমবার বালাগঞ্জের কয়েকটি আশ্রয়কেন্দ্রে বিশুদ্ধ পানির সংকট সংক্রান্ত সংবাদ দেখেই আমি পানি ও খাবার স্যালাইন কিনে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে সেখানে পাঠিয়েছি।

এছাড়া বন্যা পরবর্তী সময়েও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে তিনি ও তার পরিবারের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান ফায়েক এ শিপু।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস