সিলেটের গোয়াইনঘাটে আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন ও উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা এবং করনীয় বিষয়ে প্রস্তুতীমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 


সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা হলরুমে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, ডৌবাড়ি ইউপি চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, তোয়াকুল ইউপি চেয়ারম্যান মো. লোকমান, ফতেহপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সদর ইউনিয়নের প্রশাসক আশরাফুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়নের প্রশাসক সুশান্ত কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম মতিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওসারসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।


সিলেটভিউ২৪ডটকম/এমএএম/ইআ