কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট ও সুনামগঞ্জে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

 


তিনি নিজে এসে পরিদর্শন করে গেছেন। অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে সরকার। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এইসব অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে হবে। তাহলে তারা কিছুটা হলেও এই দূর্ভোগ কাটিয়ে উঠতে পারবে। বন্যা শুরু হওয়ার পর থেকেই কর অঞ্চল সিলেট অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করে যাচ্ছে। দেশের যে কোন দূর্যোগে কর অঞ্চল সিলেট মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

 

মঙ্গলবার দুপুর ১টায় নগরীর তেরোরতন এলাকায় কর অঞ্চল সিলেটের সহযোগিতায় ও বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) এসোসিয়েশন এর উদ্যোগে প্রায় ৫ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- সিলেট কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান, যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, উপ কর কমিশনার মো. আবু সাঈদ (সদর দপ্তর প্রশাসন), উপ কর কমিশনার মিজানুর রহমান, উপ কর কমিশনার হাবিবুর রহমান, সহকারী কর কমিশনার মোহাম্মদ হোসাইন প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮