গোলাপগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ বিতরণের উদ্বোধন করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বুধবার ( ৬ জুলাই) সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহারের ১০ হাজার টাকার চেক তুলে দেয়ার মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এসময় উপজেলা প্যানেল চেয়ারম্যান নাজিরা শিলা, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সহকারী কমিশনার(ভূমি) আবিদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে উপজেলার ৪৯০ টি বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ তুলে দেয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ