ছবি: আহমেদ শাহীন
তীব্র গরমে পুড়ছেন সিলেটবাসী। এসময় একটু শীতল বাতাস পাওয়ার আশায় সিলেটের লোকজন এয়ার কন্ডিশন (এসি) ক্রয় করছেন। গত কয়েকদিন ধরে সিলেটে বেড়েছে এসির চাহিদা। তবে এসি স্থাপনের জন্য টেকনিশিয়ান সংকট দেখা দিয়েছে।
সপ্তাহজুড়ে সিলেটে আবহাওয়ার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে তাপমাত্রা ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র গরমে সিলেটবাসীর জনজীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। তাই একটু শীতল হাওয়া পেতে সিলেটের অবস্থাসম্পন্ন লোকজন এয়ার কন্ডিশন (এসি) ক্রয় করছেন। এসি ক্রয় করলেও টেকনিশিয়ান সংকটে রয়েছেন তারা। বিশেষ করে পুরাতন এসি মেরামত ও নতুন এসি লাগানোর কারণে এসব টেকনিশিয়ানদের সংকট দেখা দিয়েছে।
নগরীর কয়েকটি ইলেক্ট্রনিক্স দোকান ও শো-রুম ঘুরে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। এসব ক্রেতাদের মধ্যে বেশির ভাগই এসি ক্রয় করতে এসেছেন।
নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকার সিটি ইলেক্ট্রনিক্স নামক প্রতিষ্ঠানে এসি ক্রয় করতে আসা রফিক উদ্দিন বলেন, অনেক গরম। গরমে আমাদের পরিবারের অনেকেই অসুস্থ হয়ে গেছেন। তাই এসি ক্রয় করা জরুরি হয়ে পড়েছে।
এই প্রতিষ্ঠানের ম্যানেজার মতিউর রহমান বলেন, গত দুই-তিন দিন ধরে এসির চাহিদা বৃদ্ধি পেয়েছে। অন্যান্য সময় ১-২ টা বিক্রি হলে গতকাল ও আজ প্রায় ১০টি করে এসি বিক্রি করেছি।
প্রচুর পরিমাণের এসি বিক্রি হচ্ছে উল্লেখ করে সিঙ্গার কোম্পানির সোবহানীঘাট শো-রুমের ব্যবস্থাপক শাহরিয়ার এমরান বলেন, গরমের কারণে এসির ব্যাপক চাহিদা বেড়েছে। অনেকেই এসি ক্রয় করছেন। তবে ক্রেতারা টেকনিশিয়ান সংকটে পড়েছেন। বিশেষ করে- পুরাতন এসি মেরামত করছেন অনেকেই। আবার অনেকেই নতুন এসি ক্রয় করে নিচ্ছেন। ফলে সিলেট নগরীতে টেকনিশিয়ান সংকট দেখা দিয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / মুন্না / ডি.আর