লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার তত্ত্বাবধানে এম. মাসুদ উর রশিদ ইটালির সেলিনাস ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড লিটারেচার (SUSL) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।

এম. মাসুদ উর রশিদের "স্টাডি অব জেনেরিক সেটেলমেন্ট প্যাটার্ন ইন দ্য বেঙ্গল ডেল্টা" (“Study of Generic Settlement Pattern in the Bengal Delta”) শিরোনামের পিএইচডি থিসিসটি, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য ও বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার তত্ত্বাবধানে ছিল।


ইতালির সেলিনাস ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড লিটারেচার (SELINUS UNIVERSITY OF SCIENCES AND LITERATURE, ITALY)
এর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ থেকে ২৫ জুন ২০২২ এম. মাসুদ উর রশিদকে স্থাপত্য বিষয়ে পিএইচডি (Degree of DOCTOR OF PHILOSOPHY in Architecture) ডিগ্রি প্রদান করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ