সুনামগঞ্জের দিরাইয়ে  জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার (২৩ জুলাই) সকালে  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 


‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ২৩ জুলাই (শনিবার) থেকে ২৯ জুলাই (শুক্রবার) ২০২২ পর্যন্ত উপজেলার মৎস্য খাতকে সমৃদ্ধি করতে ৭ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

মত বিনিময়সভায় এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম জানান, ২০২১ সালে উপজেলায় মোট মাছ উৎপাদন ৭৯৬৭.৬২ মেট্রিক টন। ২০২১ সালে উপজেলায় মোট মাছের চাহিদা ৫৫৬৬.২৯ মেট্রিক টন। ২০২১ সালে উপজেলায় মাছ উদ্বৃত্ত ২৪০১.৩৩ মেট্রিক টন।মোট মৎস্যজীবির সংখ্যা ১৫ হাজার ৫০০ জন। নিবন্ধিত মৎস্যজীবির সংখ্যা ১১ হাজার ৩৭১ জন। নিবন্ধিত মৎস্যজীবি সমবায় সমিতি ৬৮ টি। তিনি জানান এবারের ভয়াবহ বন্যায় উপজেলার ছোট,বড় ৯৭৫ টি মৎস্য খামারের প্রায় ১০০ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।

 

এ ছাড়াও তিনি জানান, ৭ দিনব্যাপী মৎস্য সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে ব্যানার, ফেস্টুন ও মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা, আলোচনাসভা ও র‌্যালি, সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান, পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, চাষীদের সাথে মতবিনিময়, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা। চাষীদের পরামর্শ সেবা প্রদান, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণসহ সপ্তাহের মূল্যালয় ও সমাপনী অনুষ্ঠান।

 

দিরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, সাংবাদিক শামসুল ইসলাম সরদার খেজুর, জিয়াউর রহমান লিটন, ইমরান হোসাইন, মোশাহিদ আহমদ সরদার, প্রশান্ত সাগর দাস, হিল্লোল পুরকায়স্থ, সৈয়দুর রহমান,জয়ন্ত কুমার সরকার, রুকনুজ্জামান জহুরী প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/হিল্লেল/মাহি