সিলেট রত্ন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান মুহাম্মদ ছহুল হোসাইন ও মহাসচিব টি এইচ এম জাহাঙ্গীর নির্বাচিত হয়েছে।
সিলেট বিভাগবাসীর সৃজনশীল ও নান্দনিক সামাজিক সংগঠন সিলেট রত্ন ফাউন্ডেশন-এর নতুন কমিটি গঠন উপলক্ষে ২৩ জুলাই বিকালে বনানী ক্লাব, ঢাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ইশতিয়াক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও টি এইচ এম জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ২০০৫ সালে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন সিলেট বিভাগের গুণীজনদের সম্মানিত করে ও গুণীজনদের নিয়ে গ্রন্থ প্রকাশ, সিলেট রত্ন এ্যাওয়ার্ড, রত্নগর্ভা মা এ্যাওয়ার্ড প্রদান করে গুণীজনসহ সৃজনশীল মানুষদের মনে স্থান করে নিয়েছে।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে ২০২২-২৪ মেয়াদের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করেন। সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনকে চেয়ারম্যান, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নির্বাহী সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীরকে মহাসচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য পদে নির্বাচিত সদস্যরা হলেন (গঠনতন্ত্র অনুযায়ী সদ্য সাবেক চেয়ারম্যান এক মেয়াদের জন্য কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেন) কার্যকরী চেয়ারম্যান ইশতিয়াক আহমদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন হলেন সাবেক খাদ্য সচিব এ এম বদরুদ্দোজা, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মো. আব্দুল জলিল, ব্যাংক এশিয়ার পরিচালক হেলাল আহমদ চৌধুরী, বিটিআরসি’র কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর নাক,কান,গলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. সাইফুল হক চৌধুরীকে যুগ্ম-মহাসচিব, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ইয়াজদান ইউসুফ চৌধুরীকে যুগ্ম-মহাসচিব, সুইফট গ্রুপ বাংলাদেশ-এর চেয়ারম্যান সেলিনা চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক, ব্যবসায়ী ও সমাজসেবী দুরদানা হোসেন দিলিয়াকে অর্থ-সম্পাদক, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমানকে শিক্ষা বিষয়ক সম্পাদক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শোয়াইব আহমদ খানকে সমাজসেবা বিষয়ক সম্পাদক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড.নাহিদ হোসাইনকে গবেষণা বিষয়ক সম্পাদক, জালালাবাদ এসোসিয়েশন, ফ্রান্স-এর সভাপতি মোহাম্মদ হেনু মিয়াকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. শাকিল আহমদকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বন-পরিবেশ ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুল ওয়াদুদ চৌধুরীকে মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, ন্যাশনাল ব্যাংক সিকিউরিটিজ লি: এর সিইও মান্না সোমকে তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, ঝলক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহিদ আহমদ চৌধুরী বিপুলকে লাইব্রেরী ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মনোনিত করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির ১ নাম্বার সদস্য করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও সিলেট রত্ন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান সি কিউ কে মুসতাক আহমদকে, কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন আরটিএম ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান ড. আহমদ আল কবির, নিকেতন সোসাইটি, গুলশাল এর সভাপতি প্রকৌশলী হাবিব আহসান, বন-পরিবেশ ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. মাসুদ আহমদ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা এর সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহের মো. জাবের, ডাক অধিদপ্তর এর মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু, বিশিষ্ট পর্যটন ব্যবসায়ী মো. আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. আলতাফুর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ