ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মো. বুলবুল আহমেদের পরিবারের ৯ জন সদস্য ক্যাম্পাসে এসেছেন।

রোববার (৩১ জুলাই) সকালে ক্যাম্পাসে আসেন তারা।



বুলবুলে মা ইয়াসমিন আক্তার, বড় ভাই-বোন, মামাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত হয়েছেন। বর্তমানে তারা ক্যাম্পাসে অবস্থান করছেন।


খোঁজ নিয়ে জানা গেছে, আবেগের টানেই বুলবুলের স্মৃতিবিজরিত ক্যাম্পাসে এসেছেন তারা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের শাহ পরাণ হলের অতিথি কক্ষে বসিয়ে আপ্যায়ন করে হল কর্তৃপক্ষ।  

জানা যায়, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক বান্ধবীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত গাজী-কালুর টিলায় ঘুরতে যান বুলবুল। পরে সেখানে অবস্থানকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণে বুলবুল মাটিতে লুটে পড়েন। পরে শিক্ষার্থীরা জানতে পেরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটভিউ২৪ডটকম/ইআ