জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জেছিস) এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ে কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয় ৷

 


মঙ্গলবার (২ আগষ্ট) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. তানভির রহমানের সভাপতিত্বে ও প্রোগ্রাম কো অডিনেটর মুমিন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহসদ ৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সীপাল বিজন চন্দ্র বিশ্বাস, বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন লিটু, উত্তর বাউরভাগ সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন দেব নাথ, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, নিজপাট ইউপি সদস্য হুমায়ুন কবির খান, ফখরুল ইসলাম, সেলিম আহমদ, আখলুকুল আম্বিয়া, ব্যবসায়ী মামুন আহমদ প্রমুখ ৷ 

 

মতবিনিময় সভায় অতিথিরা বলেন, কোভিড-১৯ প্রতিরোধ ঝুঁকি নিরুপন যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ লক্ষে সকলকে মাঠ পর্যায়ে জনসাধারণের মধ্যে কাজ করার আহবান জানান ৷ 

 

সিলেটভিউ২৪ডটকম/মোরেকসা/ইআ