ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে বিএনপি নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে দিরাইতে বিক্ষোভ করেছে বিএনপি। 

বুধবার (৩ আগস্ট) দুপুরে দিরাই উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


থানা রোডস্থ  উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

দিরাই উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দীন চৌধুরী মাসুকের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশীদ চৌধুরীর পরিচালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, জগদল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক সর্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন তালুকদার, উপজেলা জাসাসের আহবায়ক সাংবাদিক সৈদুর রহমান তালুকদার, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম  বাবুল, বিএনপি নেতা আলী আহমদ খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী টিপু প্রমুখ। 

বক্তারা বলেন, ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের ন্যক্কারজনক হামলার  স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা ও শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। অবিলম্বে এ ঘটনায় জড়িত খুনিদের গ্রেফতার ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

সিলেটভিউ২৪ডটকম/এনএ/জেপি