ব্রিটিশ বাংলা এসোসিয়েশন ইংল্যান্ড’র পক্ষ থেকে ৩টি মাদ্রাসায় এতিম ছাত্রদের মধ্যে পাঞ্জাবি উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

 


বুধবার দিনব্যাপি নগরীর রায়নগর মারকাযুল কোরআন সিলেট মাদ্রাসায়, মেজর টিলা জামেয়া করীমিয়া এহ্ইয়াউল মাদ্রাসা ও এতিম খানা ও জামেয়া মা‘ছুমিয়া ইসলামীয়া মাছিমপুর মাদ্রাসায় এতিম ছাত্রদের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়।

 

বিতরণকালে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্ঠা সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খছরু, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর এপিপি সিলেট জেলা আইনজীবী সমিতি, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জগন্নাথপুর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান জামাল উদ্দিন আহমদ, সিলেট ব্লুওয়াটার মসজিদে ইমাম হাফিজ মাওলানা হারিছ উদ্দিন, মারকাযুল কোরআন সিলেট মাদ্রাসার মুহতামিম হাফিজ শেখ মুজিবুর রহমান, হাফিজ মাওলানা আব্দুল হাই, মেজর টিলা জামেয়া করীমিয়া এহ্ইয়াউল মাদ্রাসা ও এতিম খানা মুহতামিম হাফিজ মাওলানা খলিলুর রহমান, জামেয়া মা‘ছুমিয়া ইসলামীয়া মাছিমপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা নজমুদ্দিন কাসেমী, শিক্ষা সচিব হাফিজ মাওলনা সিব্বির আহমদ।

 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ব্যবসায়ী শাহ মনিরুজ্জামান, মো: হাফিজ উদ্দিন, রোটারী ক্লাব অফ কসমোপলিটন এর নেতৃবৃন্দ রোটারিয়ান কপিল উদ্দিন বাবলু, ইসতিয়াক হোসেন মঞ্জু, ডাক্তার ইমদাদুল হক, প্রেসিডেন্ট মিন্টু রঞ্জন,সেক্রেটারী আশিম আহমদ, মদন মোহন কলেজের সাবেক বার্ষীকি সম্পাদক অলক লষ্কর, তালতলা ব্যবসায়ী আমির উদ্দিন, সোহেল আহমদ, কামরুল ইসলাম রাসেলসহ ব্রিটিশ বাংলা এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দরা প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪