থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ভয়াবহ আগুনে ১৩ জন প্রাণ হারিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, শুক্রবার (৫ আগস্ট) গভীর রাতে দেশটির রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত মাউন্টেন বি নাইট ক্লাবে আগুনে হতাহতের ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে একতলা নাইট ক্লাবের প্রবেশ পথের সামনে চারজন, বাথরুমে তিনজন, ডিজে রুমের একজন এবং ক্যাশিয়ার রুমের সামনে থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই থাইল্যান্ডের নাগরিক বলে জানা গেছে।

 

দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানান, নাইট ক্লাবে আগুনে ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই বলেন, বৃহস্পতিবার রাত প্রায় ১টার দিকে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নাইট ক্লাবে আগুন লাগার পর ভেতরে থাকা মানুষজন উদ্বিগ্নভাবে বেরিয়ে আসছেন। এসময় অনেক মানুষের শরীরে আগুন ছিল।


সিলেটভিউ২৪ডটকম/ঢাটা/ইআ