চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবীতে, দ্রব্যমূল্যের উর্ধগতি ও বাংলাদেশ চা সংসদের দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন না হওয়ায় সিলেট ভ্যালির ২৩টি বাগানের পঞ্চায়েত কমিটি ও চা শ্রমিকদের নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ আগষ্ট) বিকেলে সিলেটের দলদলি চা বাগানের নাট মন্দিরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।



সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে ও সম্পাদক দেবু বাউড়ীর পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সিলেট ভ্যালির উপদেষ্টা নান্টু রঞ্জন শিং, মো. রঘু মিয়া, লালাখাল চা বাগান পঞ্চায়েত সভাপতি লগেন গোয়ালা, গংগারজুম চা বাগান পঞ্চায়েত সভাপতি নিরেঞ্জন মির্ধা, আফিফা নগর চা বাগান পঞ্চায়েত সভাপতি সিবন পাত্র, তারাপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি চৈতন্য মুদি, মালনী ছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি দিলিপ বাউড়ী, বড়জান চা বাগান পঞ্চায়েত সভাপতি সিবাশ নায়েক, কালাগুল চা বাগান পঞ্চায়েত সভাপতি রঞ্জু নায়েক, হিলোয়া ছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি মদন গঞ্জু, জাফলং চা বাগান পঞ্চায়েত সভাপতি নিরেঞ্জন গোয়াল, আলী বাহার চা বাগান পঞ্চায়েত সভাপতি শ্যামা চরণ গোয়ালা, হাবিব নগর চা বাগান পঞ্চায়েত সভাপতি সুমন কালিন্দী, ছড়াগাং চা বাগান পঞ্চায়েত সভাপতি কমল চাষা, দলদলি চা বাগান পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস, কেয়াছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি মুকুন্দ দাস, বাগছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি নগেন গোয়ালা, গুলনী চা বাগান পঞ্চায়েত সভাপতি মৃত্যুঞ্জয় কুর্মি, লোভা ছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি শুকচন্দ্র বাউড়ী, লাক্কাতুরা চা বাগান পঞ্চায়েত সভাপতি সুহেল বিশ্বাস, খাদিমনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি সবুজ তাতি, খাদিম চা বাগান পঞ্চায়েত সভাপতি বিকাশ বাউড়ী, সিলেট ভ্যালির সহসভাপতি কল্পনা রানী নায়েক, বিক্রম, লুচন, রাম বাহাদুর, লিটন গোয়ালা, ৬নং টুকেরবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার আবুল কাশেম চৌধরী খালেদ, সুদেন দাস, আতাউর রহমান শামীম, মনোরঞ্জন দাস, হরিচরণ দাস, রনি বাহাদুর, পান্ডব গবিন্দ দাস,রাম বাহাদুর, বিকাশ রঞ্জন মুন্ডা প্রমুখ।

 

সিলেভিউ২৪ডটকম/প্রেবি/জেপি