সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার সাব ইন্সপেক্টর শরিফ মিয়া।


সাব ইন্সপেক্টর শরীফ মিয়া বক্তব্যে বলেন, প্রতিদিনের বিট পুলিশিং কার্যক্রমে সমাজের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ব্যাপক সাড়া জাগানো উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। 



পুলিশ ইচ্ছা করলেই জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। জুয়া ও মাদকমুক্ত ইউনিয়ন গড়তে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সমাজের সকল অপরাধ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। 

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান,  উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, সমাজ সেবক জয়নাল আবেদীন, আজমান খান, সুফি মিয়াসহ এলাকার সর্বস্তরের লোকজন।

সিলেটভিউ২৪ডটকম/তাজুল/মুন্না