ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের গোয়াইনঘাটের মানুষজনের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‌‘আমরা একুশ ব্যাচ’র সকল নেতাকর্মী ও সদস্যরা।

 


সংগঠনটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর মেরামতের জন্য এই মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

 

শনিবার বিকেল ৩টায় গোয়াইনঘাট থানা হলরুমে এ মানবিক সহায়তা উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে নগদ ২০ হাজার টাকা করে তুলে দেয়া হয়।

 

গোবিন্দগঞ্জ কলেজের অধ্যক্ষ ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিকের সঞ্চালনা ও সংগঠনের সভাপতি জহিরুল আলমের সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য সাইদ হোসাইন, সদস্য ও সোনালী ব্যাংক ডিজিএম ইমরান উল্ল্যাহ, সদস্য ও সিলেট চেম্বার সভাপতি এটিএম সুয়েব, সদস্য ফেরদৌস বলম সদস্য ও মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার ছাতক পুলিন রায়, সদস্য ও কুলাউড়া ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান, সদস্য ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রেজিস্ট্রার নুসরাত জাহান, সদস্য ও উপ পরিচালক শাবিপ্রবি, ফয়জুন নেছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-০৯