সুনামগঞ্জের দোয়ারাবাজারে মুজিব শতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নির্মাণকাজে চলছে অনিয়ম ও দূর্নীতি।

 


এরই ধারাবাহিকতায় শুক্রবার (১২ আগস্ট) দিবাগত রাতে নিয়মবহির্ভূত ভাবে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুরস্থ গৃহনির্মাণ প্রকল্পে চলছিল অবৈধ নির্মাণকাজ।

 

খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিমসহ সরেজমিন ছুটে যান নির্বাাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা এবং সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। প্রশাসনিক আগমনি টের পেয়ে সটকে পড়েন নির্মাণশ্রমিকসহ কর্তাব্যক্তিরা। মূহুর্তেই গুঁড়িয়ে দেয়া হলো রাতের আধাঁরে পরিচালিত নিম্নমানের অবৈধ সকল নির্মাণকাজ।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ফারজানা প্রিয়াংকা বলেন, খবর পেয়ে শুক্রবার দিনগত রাতেই পুলিশ প্রশাসনসহ সরেজমিন উপস্থিত হই আজমপুরস্থ গৃহনির্মাণ প্রকল্প এলাকায়। তখন নীতিবহির্ভূত ভাবে রাতের আধাঁরে পরিচালিত নির্মাণকাজে কোনো বৈধতা খুঁজে না পাওয়ায় তা গুঁড়িয়ে দেওয়া হয়।

 

অবশেষে আগামি ৫দিনের মধ্যে টেকসই নির্মাণকাজ সম্পন্ন করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-২৮