জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৫ আগস্ট) বাদ মাগরিব নগরের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, কার্যকরী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, সাবেক যুব প্রধান ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. নাজিম খান, আজীবন সদস্য মুফতি আব্দুল খাবির, সাংবাদিক আতিকুর রহমান নগরী, যুব রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য চৌধুরী লাবীব ইয়াসির, সুমেল চৌধুরী, যুব সদস্য মাজহারুজ্জামান, সালমান আহমদ, সুলতান আহমদ।


মোনাজাত করেন মাতৃমঙ্গল হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা বদরুল ইসলাম।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি