জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক বঙ্গবন্ধুর সংগ্রামী রাজনৈতিক জীবন, অর্জন ও আত্মত্যাগকে উপজীব্য করে প্রকাশিত ৭ (সাত) টি গ্রন্থ - (১) ইংরেজী স্মারকগ্রন্থ, (২) কবিতা, (৩) ঐতিহাসিক দশ দিন, (৪) লোককবিতা, (৫) নির্বাচিত প্রবন্ধ, (৬) নিবেদিত গল্প ও (৭) Voice of the VORTEX
লিডিং ইউনিভার্সিটির লাইব্রেরিতে হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

লিডিং ইউনিভার্সিটির চীফ লাইব্রেরিয়ান ড. মো. রাশেদুল আজিম বইগুলো মঙ্গলবার (২৩ আগস্ট) উপাচার্য মহোদয়ের নিকট থেকে সংগ্রহ করেন। 


উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি বঙ্গবন্ধুর উপর লেখা ০৭টি গ্রন্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিতরণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রেরণ করে।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১১