এখন থেকে মোবাইলের সব কথোপকথন রেকর্ড করা হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়ানো হয়েছে তা মিথ্যা বলে জানিয়েছে র‌্যাব। বাহিনীটি বলছে, এটা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। সবাইকে এসবে কান না দেবার অনুরোধ করা হলো। তবে যারা এসব গুজব রটাবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার রাতে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তি বলা হয়, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে একটি কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনী ও র‌্যাবের নাম ভাঙ্গিয়ে গুজব ছড়ানোর অপচেষ্টা করছে। এ রকম একটি গুজব যা নিন্মরুপ- “আগামীকাল থেকে নতুন যোগাযোগ নিয়ম চালু হতে যাচ্ছে, সমস্ত কল রেকর্ড করা হবে। সমস্ত ফোন কল রেকর্ডিং সংরক্ষণ করা হবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার পর্যবেক্ষণ করা হবে। সমস্ত সামাজিক মিডিয়া এবং ফোরাম পর্যবেক্ষণ করা হবে। যারা জানেন না তাদের জানিয়ে দিন। সকলের ডিভাইসগুলি মন্ত্রিসভা সিস্টেমে সংযুক্ত করা হবে।''

"অপ্রয়োজনীয় বার্তাগুলি না পাঠানোর প্রতি যত্মশীল হোন এবং আপনার বাচ্চাদের, আত্মীয়স্বজন এবং বন্ধুদের এ সম্পর্কে অবহিত করুন। কোনও পোস্ট বা ভিডিও ফরওয়ার্ড করবেন না। আপনি সরকার, প্রধানমন্ত্রী, রাজনীতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কিত পোস্ট করা থেকে বিরত থাকুন। পুলিশ সাইবার ক্রাইম নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং ব্যবস্থা নেওয়ার কথা বলা বলেছে। আপনার বন্ধুদের এবং অন্যদেরও অবহিত করুন। যে কোনও রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের কোনও ছবি লেখা বা ফরওয়ার্ড করা এখন আপরাধ। ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হবে আজ থেকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ন বার্তা, যা সবাইকে জানিয়ে দিন। অপ্রয়োজনীয় বার্তাগুলি না পাঠানোর প্রতি সাবধান হোন এবং এই সম্পর্কে প্রত্যেককে অবহিত করুন, ধন্যবাদ। সতর্কতায় Rapid Action Battlelian, RAB."

এমন বার্তায় কাউকে কান না দেওয়ার আহ্বান জানিয়ে এলিট ফোর্সটি বলছে, 'এ ধরনের বার্তা সম্পূর্ণভাবে গুজব ও ভিত্তিহীন। কেউ এমন গুজবে কান দিবেন না। যারা আইন-শৃঙ্খলা বাহিনী ও র‌্যাব ফোর্সেস এর নামে গুজব ছড়ানোর অপচেষ্টা করছে তাদের কোন প্রকার গুজব না ছড়ানোর জন্য সতর্ক করা হচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/ঢাটা/ইআ