ছবি : আহমেদ শাহিন
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে দিনের বেলায়ও বৈদ্যুতিক বাতি জ্বলতে দেখা গেছে। জ্বালানি তেলের সঙ্কটকালে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও সেটিকে উপেক্ষা করছেন সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে দক্ষিণ সুরমার আলমপুরস্থ সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যায়- ওই কার্যালয়ের আঙ্গিনার ভবনের দেওয়ালে বড় একটি সাইনবোর্ডের উপরে বৈদ্যুতিক বাতি জ্বালানো।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য- প্রায় দিন পাসপোর্ট অফিসের এই লাইটসহ বিভিন্ন লাইট দিনের বেলা জ্বালানো থাকে। এ ব্যাপারে কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসী থাকেন।
এ বিষয়ে সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের অফিসিয়াল মোবাইল ফোন নাম্বার ও উপসহকারী পরিচালক মো. সাহেব আলী এবং পরিচালক এ কে এম মাজহারুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল দিলেও কেউ রিসিভ করেননি।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম