সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামের বাসিন্দা ও সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরপ্রতীক এম এ হালিম (৭০) আর নেই।

 


বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিrসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি---রাজিউন)।

 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় টেংরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে রাস্ট্রীয় মর্যাদায় তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রয়াত বীরপ্রতীক এম এ হালিমের জানাযায় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার এহসান শাহ্, সাবেক পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা পিয়াংকা, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ আবুল কুদ্দুস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, ইউপি চেয়ারম্যান এম আবুল হোসেন, মিলন খান, জহিরুল ইসলাম, আবুল হামিদ, আবদুল ওয়াহিদ, শামীমুল ইসলাম শামীম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজাহান মাস্টার, আবুল খালিক, আমিরুল হক, খন্দকার মামুনুর রশীদ, কাজী আনোয়ার মিয়া আনু প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-১২