মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা প্রকাশিত ‘বড়লেখার ক্রীড়াঙ্গন’ ও ‘বড়লেখার সাংস্কৃতিক চর্চার একালে সেকাল’ গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন হয়েছে।

 


বুধবার রাতে জেলা পরিষদ মিলানয়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

 

এসময় উপস্থিত ছিলেন- গ্রন্থের প্রধান পৃষ্টপোষক ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসাইন সরদার, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, বড়লেখার সাংস্কৃতিক চর্চার একাল সেকাল গ্রন্থের সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, বড়লেখার ক্রীড়াঙ্গন গ্রন্থের সম্পাদক আব্দুল আহাদ, বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু, অধ্যাপক নিয়াজ উদ্দীন, ক্রীড়া সংগঠক আব্দুস সাত্তার, আমির উদ্দিন, আব্দুর রহমান, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ ও তপন কুমার দাস প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/লাভলু/এসডি-২১