সিলেটসহ সারাদেশে পণ্যপরিবহনের জন্য আলাদা নীতিমালা ও ছাতকে পৌরসভার নামে টাকা উত্তোলন বন্ধের দাবী জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগ এবং জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল।

 


বুধবার বাংলাদেশ কৃষিবিদ ইনিষ্টিটিউট (কেআইবি) হলে বাংলাদেশ ট্রাক- কাভার্ডভ্যান মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এমপি ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি, সাবেক নৌ মন্ত্রী শাহজাহান খান এমপি, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা এমপি ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহর কাছে এ দাবী জানান।

 

অনুষ্টানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এমপি’সহ অন্যান্য অতিথিরা সিলেট’সহ সারাদেশের চলমান বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

 

বাংলাদেশ ট্রাক- কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন মজুমদারের সভাপতিত্বে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদারের পরিচালনায় অুনষ্টানে স্বাগত বক্তব্য রাখেন- ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুস্তুম আলী খান।

 

সম্মেলনে সিলেট বিভাগের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সহ সভাপতি মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজির আহমদ স্বপন, সিলেট বিভাগীয় ও জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, ছাতক উপজেলা ট্রাক যুগ্ম সম্পাদক রিপন গোপ, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া তালুকদার ও কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম সাঈদ।

 

ত্রি-বার্ষিক সাধরণ সভার দ্বিতীয় পর্বে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির নব দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজির আহমদ স্বপনকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫