সিলেটের শাহপরাণ থানাধীন এলাকায় টিলা কর্তনপূর্বক পরিবহনকালে হাতেনাতে পরিবেশ অধিদপ্তরের কাছে দুই ব্যক্তি আটক হয়েছেন। এসময় মোবাইল কোর্ট এর মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) শহরতলীর বাহুবল নামক স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন।


বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন- ‘বেআইনীভাবে টিলা কর্তনের সাথে জড়িত থাকায় শহরতলির লালকাটংগি এলাকার মৃত এলো মিয়ার ছেলে সৈয়দ মিয়া (৫০) ও খাদিম চা বাগানের কার্তিক মহালের ছেলে সংকর মহাল (৪৫)-কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) লংঘন করায় ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।’

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলার সহকারী পরিচালক মো. বদরুল হুদা, সিলেট বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী রুবেল মিয়া ও হজরত শাহপরাণ থানার উপপরিদর্শক মনির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

অভিযানে সহযোগিতা করে হজরত শাহপরাণ থানা পুলিশের একটি চৌকস দল।

সিলেটভিউ২৪ডটকম / মুন্না / ডি.আর