থাইল্যান্ডকে বিশাল ব্যবধানে উড়িয়ে সিলেটে উড়ন্ত সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। ৯ উইকেটের বিশাল জয়ের নায়ক বাংলাদেশের ব্যাটার শামীমা সুলতানা। তিনি ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩০ বলে ১০ চারের বিনিময়ে করেন ৪৯ রান। ফলসূত্রে তিনি হয়েছেন ম্যাচ সেরা। 

 


ম্যাচশেষে ব্রডকাস্টারদের পুরস্কার বিতরণীতে উপস্থাপক পুরস্কার নিতে বাংলার ম্যাচসেরা খেলোয়াড় শামীমাকে পুরস্কার নিতে মঞ্চে ডাকেন। তিনি মঞ্চের দিকে এগিয়ে আসলে অসুস্থ হয়ে মাটিতে পড়েন যান। এসময় তাকে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তাকে সেবা করতে দেখা যায়। হেরে গেলেও বাংলার জয়ের কারিগর শামীমাকে দেখতে এগিয়ে আসেন থাই অধিনায়ক চুইয়িও।

 

পুরস্কার বিতরণী শেষে এবিষয়ে বিসিবির চিকিৎসক মনজুর হোসেন বলেন, ‘তেমন কিছু হয়নি। হয়তো কিছুটা ব্যাকপেইন ছিল। আমাকে ফিজিও পরে কিছু জানায়নি যেহেতু, তাহলে তেমন সিরিয়াস কিছু না।’

 

সিলেটভিউ২৪ডটকম/মুন্না