সাড়ে ছয় মাস আগে ভোজ্যতেল উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে ভ্যাট কমিয়েছিল সরকার। ৩০ সেপ্টেম্বর এর মেয়াদ শেষ হওয়ায় শনিবার থেকে সে ভ্যাটসুবিধা নেই। ফলে ভোজ্যতেলের ভ্যাট হার আবারও আগের জায়গায় ফিরে গেল।

এতোদিন ধরে আমদানি পর্যায়ে ১৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ ভ্যাট আরোপ ছিল।


এ বছরের মার্চে বাজারে ভোজ্যতেলের দাম বেড়ে লিটার ২০০ টাকা ছাড়িয়ে যায়। বর্তমানে দাম ১৯২ টাকা।

১৪ মার্চ এনবিআর প্রজ্ঞাপন জারি করে সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে। এর দুই দিন পরে ভোজ্যতেলের আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়। তখন এর মেয়াদ ঠিক করা হয় ৩০ জুন পর্যন্ত। পরে ৩ জুলাই আরেকটি প্রজ্ঞাপনে ভ্যাট মওকুফ সুবিধার মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী গত শুক্রবার মেয়াদ শেষ হলেও নতুন করে মেয়াদ বাড়িয়ে এনবিআর নতুন কোনো প্রজ্ঞাপন জারি করেনি।

সিলেটভিউ২৪ডটকম/ঢাটা/ইআ-০৪