সিলেটের ওসমানীনগরে খামারীদের মধ্যে পশু খাদ্য বিতরণ করা হয়েছে। রবিবার (৩ অক্টোবর) ওসমানীনগর উপজেলা পরিষদের উদ্যোগে ও উপজেলা পানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর পক্ষ থেকে ৭০ জন খামারীদের মধ্যে এই পশু খাদ্য বিতরণ করা হয়। 

 


এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা। 

 

এতে সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. মমতাজ বেগম।

 

উপজেলা পানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রাজু আহমদের পরিচালনায় পশু খাদ্য বিতরণী পূর্ব সভায় বক্তারা বলেন- ‘দেশের জনগণের আমিষের চাহিদা পূরণে খামারীদের  গুরুত্ব অপরিসীম। পানিসম্পদ এবং খামারীদের প্রচেষ্টায় বর্তমানে আমিষের চাহিদা পূরণে বাংলাদেশ সংম্পর্ণ। বিগত বন্যায়ও উপজেলা উপজেলা পানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে পশু খাদ্য বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকার সব সময় পানিসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

 


সিলেটভিউ২৪ডটকম/রনিক/মুন্না