সনাতন হিন্দু ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে হিন্দু ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান।

 


মঙ্গলবার (৪ অক্টোবর) দিনব্যাপি উপজেলার চাতলাপুর, লোহাইউনি, হিঙ্গাজিয়া, সিঙুর, বান্নিবাড়ি, বরমচাল চা বাগান, ক্লিভডন, দিলদারপুর, বিজয়া, গাজীপুর, রেহানা, কালোটি, রাঙ্গিছড়া, আসগরাবাদ, নলডরিসহ প্রায় ১৫টি পূজামণ্ডপে গিয়ে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।

 

শুভেচ্ছা বিনিময়কালে সাদরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম, আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে আসছে।

 

এবারের পূজায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত প্রশংসনীয় বলে তিনি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, এবারই প্রথম প্রতিটি মণ্ডপে পুলিশসহ আনসার মোতায়েন, সিসিটিভি স্থাপন করাসহ টহল গাড়িতে সার্বক্ষণিক পুলিশ রয়েছে।

 

এছাড়া যানজট নিরসনেও পুলিশের তৎপরতা চোখে পড়ারমতো বলে জানান আওয়ামী লীগের এই নেতা।

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-০৭