সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকারকে বদলি করা হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলির বিষয়টি নিশ্চিত করেছে এসএমপি। শিগগিরই তিনি ডিএমপিতে যোগ দেবেন।
জ্যোতির্ময় সরকার এসএমপির দক্ষিণ বিভাগে ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত উপ-কমিশনার পদে ২০১৯ সালের ১০ আগস্ট অবধি দায়িত্ব পালন করেন। পরে তাকে এসএমপির ট্রাফিক বিভাগে দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ তিনি এসএমপিতে মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস শাখায় কাজ করেছেন।
এদিকে, বদলি হওয়ার প্রেক্ষিতে জ্যোতির্ময় সরকারকে বিদায় সংবর্ধনা দিয়েছে এসএমপি। এতে প্রধান অতিথি ছিলেন এসএমপির কমিশনার মো. নিশারুল আরিফ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জুবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইয়াহিয়া আল মামুন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে