চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মতিচাঁন। রোববার জোহরের নামাজের পর সিলেট নগরীর মিরাপাড়ায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।


এর আগে সকাল দশটায় তার মরদেহ রাখা হয় সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে। তিনি ওই বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। 



সেখানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের মানুষ তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও  সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অন্য শিক্ষকরা তার মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 


শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধা মতিচাঁনকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার শেষে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে জানাজা হয়। এরপর বাদ জোহর মিরাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য- বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মতিচাঁন শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচটায়  চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

সিলেটভিউ২৪ডটকম/মুন্না