সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্রকে ২ হাজার ৭৭৭ টি ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
বুধবার (২ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ৮৯ টি ভোটকেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।
জানা যায়- বিজয়ী প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক) প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৬৯ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র (তালা) প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ১৯২ টি ভোট।
এ পদে প্রতিদ্বন্দ্বিতা করা অন্যান্য প্রার্থীরা হলেন- উপজেলা যুবলীগের সহ সভাপতি ছালেহ আহমদ (চশমা), যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল মতিন লাকি (টিয়াপাখি), যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল মিয়া (টিউবওয়েল)।
সিলেটভিউ২৪ডটকম/মুন্না