সিলেটে বিএনপির গণসমাবেশ শুরুর সময় ছিল বেলা ২টা। তবে এর প্রায় আড়াই ঘন্টা আগেই শুরু হয়ে গেছে সমাবেশ। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এই সমাবেশ শুরু হয়।

বিএনপি নেতারা জানান, কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।


বিএনপির এক নেতা সিলেটভিউকে জানান, নেতা-কর্মীদের কষ্টের বিষয়টি বিবেচনা করে সমাবেশ আগেই শুরু করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে অনেক নেতা-কর্মী সমাবেশস্থলে চলে আসেন। আজ তিনদিন চলছে তারা এখানে। অনেক কষ্ট করে তারা আছেন।

তিনি আরও জানান, সমাবেশ ২টায় শুরু করলে শেষ হতেও দেরি হবে। একটু আগে সমাবেশ শেষ হলে নেতা-কর্মীরা একটু আগেই বাড়ি ফিরতে পারবেন। তাই আগেই সমাবেশ শুরু হয়েছে।

সিলেট বিভাগের বিভিন্ন জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এখন সমাবেশে বক্তব্য দিচ্ছেন। জোহরের নামাজের পর মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা সমাবেশস্থলে যোগ দেবেন বলে জানা গেছে।

এদিকে, আলিয়া মাদরাসা মাঠে হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। শনিবার সকাল থেকে মিছিল সহকারে তারা সমাবেশে যোগ দেন। এখনও জনস্রোত আসছে সমাবেশে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে