শ্রীমদ্ভগবদগীতায় নিষ্কামকর্ম উপলক্ষ্যে ২৩৫ তম শ্রী শ্রী গীতা বিষয়ক সেমিনার শুক্রবার (২৫ নভেম্বর) সিলেট নগরীর পুরানলেনস্থ শ্রী শ্রী গীতামন্দিরে অনুষ্ঠিত হবে।

 


এতে প্রধান অতিথি থাকবেন মাছুদিঘীপাড়ের এডভোকেট মৃণাল কান্তি ব্রহ্মচারী।

 

প্রবন্ধ উপস্থাপন করবেন করের পাড়ার গীতা সংঘের সহ সভাপতি নিকেতন দাস।

 

স্বাগত বক্তব্য রাখবেন শ্রীশ্রী গীতামন্দির গীতা পাঠচক্রের সহ সভাপতি রণবিজয় ভট্টাচার্য্য এবং আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত থাকবেন স্বপ্না পাল, মোহন লাল ঘোষ, মনোজ কান্তি দাস চৌধুরী।

 

এতে সভাপতিত্ব করবেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক (অব.) প্রফেসর নন্দলাল শর্মা ও সঞ্চালক হিসেবে থাকবেন চালিবন্দরস্থ উমেশচন্দ্র-নির্মলবালা ছাত্রাবাসের ছাত্রী কংকন আচার্য্য।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮