সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমিজমা নিয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহতের অভিযোগ উঠেছে।

 


ঘটনাটি ঘটেছে উপজেলার বগুলা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে।

 

নিহত হিরন মিয়া ওই গ্রামের সুরুজ আলীর কনিষ্ঠ পুত্র।

 

রোববার বিকালে এ ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস আক্তার বাদী হয়ে দুই ভাসুর নুর মোহাম্মদ মিল্টন ও রিপন মিয়া, জ্যা রুকসানা বেগম (মিল্টনের স্ত্রী)এবং শ্বশুর সুরুজ আলীর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় হত্যামামলা দায়ের করেছেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমার মালিকানা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল হিরন মিয়ার। এরই জেরে গত শুক্রবার বিকালে হিরন মিয়ার সঙ্গে বাকবিতন্ডা হয় পরিবারের সদস্যদের। একপর্যায়ে লোহার শাবলের আঘাতে হিরন মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

 

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 


সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-২৯