সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্য বিষয় ‘বাংলাদেশের ভূমি আইন’ এর অংশ হিসেবে এই ফিল্ড ট্রিপের আয়োজন করে বিভাগের ৪৭, ৪৮ ও ৪৯তম ব্যাচের শিক্ষার্থীরা।
শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, ফিল্ড ট্রিপের জন্য নির্ধারিত স্থান ছিল সিলেটের দর্শনীয় স্থান জাফলংয়ের পার্শ্বস্থ তিনটি খাসিয়াপুঞ্জি। খাসিয়া জনগোষ্ঠীর ভূমি ব্যবস্থাপনা ছিল এই ট্রিপের আলোচ্য বিষয়। শিক্ষার্থীরা ৫টি দলে বিভক্ত হয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। এর মধ্যে ছিল উত্তরাধিকারসূত্রে ভূমি হস্তান্তর, ভূমি জরিপ, খাজনা, নামজারি, ভূমি নিয়ে বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক জটিলতা ইত্যাদি।
এই ট্রিপে সার্বিক দিকনির্দেশনা দিয়ে তত্ত্বাবধানে ছিলেন আইন ও বিচার বিভাগের সিনিয়র প্রভাষক মিতু আক্তার। এ ছাড়া স্থানীয়ভাবে খাসিয়াপুঞ্জির চার্চ প্রধান ফাদার কল্লোল রোজারিও এবং হেডম্যানগণ আন্তরিকতার সাথে সহায়তা করেন।
মাতৃতান্ত্রিক খাসিয়া সমাজের ভূমি ব্যবস্থাপনা জানতে ও বুঝতে এই ফিল্ড ট্রিপ অত্যন্ত শিক্ষণীয় ছিল বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে