সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 


শুক্রবার রাতে তালতলাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন- আবুল কালাম মনসুর, মো. আব্দুল্লাহ জিয়া, মো. বদরুল হক, মো. আতাহার আলী, লোকমান হোসেন, সৈয়দ আহমদ নাছির, কামরান হোসেন, আনহার আলী, সৈয়দ আতিশ, অজিত চন্দ্র দে, মঞ্জুলাল দাস, মাসুদ আহমদ, জুনেদুর রহমান, নুরুল আমিন, এসএম নাজমুল হক মাসুক, মাওলানা আশরাদুল হক, সুলতান আলীনুর শোভন, রোকন আহমদ, মো. শফিকুল, রায়হান আহমদ, ফাহাদুর রহমান চৌধুরী, আব্দুস সামাদ, জামিল আহমদ, মো. মনিরুজ্জামান, হোসেন আহমদ প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়া করেন সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক কামরান হোসেন।

 

সভায় সংগঠনের কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

 

এতে সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ বার্ষিক রিপোর্ট পেশ করেন এবং অর্থ সম্পাদক মো. বদরুল হক বার্ষিক আয়-ব্যায়ের হিসাব সকলের সম্মুখে তুলে ধরেন। সভায় প্রত্যেক শুক্রবার সিলেটের সকল মোটর সাইকেল পার্টস দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আইন অমান্য করলে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সভা থেকে সিদ্ধান্ত হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯