হাজারো মানুষের ভালবাসা নিয়ে দ্বিতীয় দফা জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুবেল মিয়া।

 


গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় মাল্টার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ তিনি ইউরোপ (মাল্টায়) বসবাস করছিলেন হটাৎ করে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের জন্য চলে যান তিনি। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও দিরাই উপজেলায় নেমে আসে শোকের ছায়া।

 

মৃত্যুর পর গত (১ ডিসেম্বর) সন্ধ্যা মাল্টার একটি মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ তার গ্রামের বাড়ি উপজেলার করিমপুর ইউনিয়নের নাগের গাঁও গ্রামে নিয়ে আসা হয়। পরে ‍আজ রবিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় দ্বিতীয় জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

এদিকে রুবেল মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, সাবেক ইউপি সদস্য রিপন মিয়া, জাবিরনূর আহমদ চৌধুরী জাবেদ প্রমুখ।

 

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদন জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-৪৬