সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কমরেড ধীরেন সিংকে শেষ শ্রদ্ধা জানিয়েছে সিলেটের সর্বস্তরের মানুষ।

 


বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ আনা হয়। দুপুর ১২ টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ শহীদ মিনার প্রাঙ্গনে রাখা হয়।

 

শহীদ মিনারে আনার পর সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধার মাধ্যমে তাকে বিদায় জানান।

 

এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, ব্যারিষ্টার আরশ আলী, লোকমান আহমদসহ সিলেটের বিভিন্ন রাজনীতিক দলের নেতা-কর্মী ও শুভাকাঙ্খীসহ বহু মানুষ কমরেড ধীরেন সিংকে ফুলেল শ্রদ্ধার মাধ্যমে শেষবিদায় জানান।

 

সিলেটের প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, প্রবীণ রাজনীতিবিদ, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা ধীরেন সিং-এর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সবাই শহীদ মিনারে আসেন- বাংলাদেশ আওয়ামী, সিলেট জেলা ও মহানগর শাখা, গণতন্ত্রী পার্টি সিলেট, বাংলাদেশ ওয়াকার্স পার্টি, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, সিলেট, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট, জাসদ, বাসদ, বাসদ (মাকর্সবাদী), বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, আনন্দলোক, জাতীয় জনতা পার্টি, মুক্তিযুদ্ধ পাঠাগার, বাংলাদেশ মণিপুরী মহিলা সমিতি, ন্যাপ সিলেট, এথনিক কমিউনিটি ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন, মণিপুরী যুব সমিতি, বাপা, সিলেট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মণিপুরী সম্প্রদায় কল্যাণ পরিষদ (মসকপ) , সিলেট, নীলাকাশ সংঘ, মণিপুরী রাজবাড়ী পুজা উদযাপন পরিষদ, মণিপুরী যুব কল্যাাণ সংস্থা, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন, মনপুরা নাট্য সংস্কৃতি সংগঠন, বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ যুব আন্দোলন, সিলেট, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, সিলেট, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশ জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

 

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৭