সিলেট মহানগর বিএনপি নেতা, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এডভোকেট সালেহ আহমদ চৌধুরী মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

 


বুধবার (৪ জানুয়ারি) এক শোক বার্তায় তিনি বলেন, সিলেটে বিএনপিকে সক্রিয় রাখতে মরহুম সালেহ আহমদ এর অনেক অবদান রয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। তার মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। বিএনপির রাজনীতিতে মরহুম এডভোকেট সালেহ আহমদ চৌধুরীর অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। পাশাপাশি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩