অনৈতিক কর্মকাণ্ড ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এফএম শরীফুল ইসলাম শরীফকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজু উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগ্রামী সালাম ও শুভেচ্ছা নেবেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির গঠনতন্ত্রের ৪৭(৯) ধারা মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এফএম শরীফুল ইসলাম শরীফকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের কারণে পদ থেকে অব্যাহতি দিয়েছেন।
এর আগে গত বছরের ডিসেম্বরে এফএম শরীফুল ইসলাম শরীফের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এক মিনিট সাত সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শরিফুল ইসলাম ভিডিও কলে কথা বলছেন। একপর্যায়ে নগ্নভাবে নিজের যৌনাঙ্গ হাত দিয়ে অনৈতিক অঙ্গভঙ্গি করেছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নিন্দা ও সমালোচনার ঝড় উঠে।
মহানগর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে শরিফুল ইসলামের এমন আপত্তিকর আচরণে রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। তখন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার হুঁশিয়ার দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্তরা।
এর আগে শরিফুল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। তার এই কর্মকাণ্ডে বিব্রত সংগঠনটির নেতাকর্মীরাও।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৮