সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনা সরকারের ভিশন ২০২১ ঘোষণায় দেশ মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে এবং আগামী ২০৪১ এ উন্নত দেশ হবে। আজ জাতির জনকের কন্যা শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে দেশে উন্নয়নের দ্বারা অব্যাহত রয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ এখন শেষ হওয়ার পথে। এখন আমরা এখন একটি অগ্রসর জাতি।

 


তিনি আরো বলেন, শেখ হাসিনা সামনের জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে আবার ক্ষমতায় আসবেন। চল্লিশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আন্তর্জাতিক মানের সেবা প্রদান এবং মেডিকেল শিক্ষাক্ষেত্রকে উন্নত করার জন্য বিপুল অবদান রেখে চলেছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের পেশাজীবীরা। মহামারী করোনা থেকে শুরু করে সিলেটের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ বর্নাত্যদের পাশে দাঁড়িয়েছে। সরকারের পাশাপাশি বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন মানুষের পাশে সবসময় থেকে কাজ করে যাচ্ছে। মানবতার সেবার জন্য তাদেরকে আলাদা সম্মান প্রদান করা হয়।

 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে সিলেট জেলা পরিষদের মিলনায়তনে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল এর উদ্যোগে ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, কুমিল্লা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লার সহায়তায় বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জের বন্যাপীড়িতদের আর্থিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল এর সভাপতিত্বে ও ডা. রকিবুল হাসান জুয়েল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর, দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান আবু জাহিদ, জেলা আওয়ামী লীগের সদস্য আকলাকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইস চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন।বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, নিলু ভূষন দে, দক্ষিণ সুরমা উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি তপন চন্দ্র পাল, বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা পরিষদের সদস্য মো. নাসির উদ্দিন,বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. মো. মোরশেদুল আলম।

 

অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কুমিল্লার সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ আলী টিপু, প্রচার সম্পাদক ডা. খন্দকার আব্দুল মুহিদ, দক্ষিন সুরমা লালাবাজার ইউনিয়ন চেয়ারম্যান তুয়াইদুল হক তুহিন, দক্ষিন সুরমা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, দক্ষিন সুরমা উপজেলা যুবলীগ নেতা আবু-সাঈদ যুবুরী সাদ, বালাগঞ্জ পূর্ব গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান শিহাব উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনেদ আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলার যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য নন্দন চন্দ্র পাল, বালাগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মাহিনুল ইসলাম চৌধুরী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন- ডা.আজিজুর রহমান রুমান, ডা.অমিত ঘোষ, ডা. প্রশান্ত সরকার, ডা. মুনায়েম, ডা. কায়সার খোকন, ডা. অরুপ, ডা. আদনান, ডা. সুব্রত রায়, ডা. রেজাউল কবির  রাজিব, ডা. সোহেল, ডা. পলাশ রায়, ডা. বোদ্দ্বো দেব কর, ডা. সৌম্যজিত দে,ডা.রুহুল,ডা. ইলহামুর রেজা চৌধুরী, ডা. সাদিকুর তানভীর, ডা. নিলয় মালাকার,  ডা. ইমরান প্রমুখ।

 

প্রায় ১শ পরিবারকে আর্থিক সহায়তা প্রধান করা হয়।

 

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮