ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে প্রায় তিন ঘন্টা সংঘর্ষের পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমদাদুল হোসেন শুক্রবার বিকেলে কর্মিসভা ডেকেছিলেন। তবে দলের অন্য একটি বলয়ের নেতাকর্মীরা সভা আয়োজন না করতে বলছিলেন। এ নিয়ে বিরোধের জেরে শুক্রবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। একপর্যায়ে বিকাল তিনটার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
ক্যাম্পাসে সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের হলেও আতংক ছড়িয়ে পড়ে। দুই পক্ষকেই হলে সশস্ত্র অবস্থান নিতে দেখা গেছে। এসময় শাহপরান হলের কক্ষ ভাঙচুর করা হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান অভিযোগ করে বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম স্থবির করে রাখতে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। আর এতে মদদ দিয়েছেন প্রক্টর আর কিছু শিক্ষক।
সহসভাপতি শরীফ হোসাইন জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি এবং হল কমিটি না করে সিকৃবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্মিসভা আয়োজন করেন। আর এ নিয়ে নেতা কর্মীদের মধ্যে একটি চাপা ক্ষোভ বিরাজ করছিলো। আর আজকে (শুক্রবার) আমরা কর্মিসভায় উপস্থিত হলে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা এই পরিস্থিতির সৃষ্টি করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনিরুল ইসলাম জানান, ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক এমাদুল হোসাইন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্রলীগের কর্মীসভা আয়োজনের জন্য অনুমতি চেয়েছিল। তাদেরকে শান্তিপূর্ণভাবে সভা করার অনুমতি দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রক্টর বলেন, আমাদের কাছে সব শিক্ষার্থী সমান। আমরা কারো পক্ষ নিবো কেন? আমি প্রায়ই ছাত্রলীগের সবাইকে নিয়ে বসি। তাদের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করি। ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন, এই ঐহিত্য ধরে রাখতে হবে।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, পুলিশ এখনো ক্যাম্পাসে অবস্থান করছে। ক্যাম্পাসের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত / ডালিম