সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

 


শনিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের করিমপুর গ্রামের নদীর তীরে দেখার হাওরের পিআইসির কাজ পরিদর্শন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানবীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, উপজেলা পাউবো'র উপসহকারি প্রকৌশলী আবু সায়েম শাফিউল ইসলাম, কৃষি কর্মকর্তা শেখ মহসিন আলী, উপজেলা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মুনসুর আলী, ওসি  দেবদুলাল ধর, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ প্রমূখ।

 

ফসলরক্ষা বাঁধ পরিদর্শনকালে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী নির্ধারিত সময়ের মধ্যে ফসলরক্ষা বাঁধের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-০৯