সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির (এমইউ) নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকের সঙ্গে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) দুপুর ২টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তানভীর এম. ও. রহমান চৌধুরী ও রেজিস্ট্রার তারেক ইসলাম প্রমুখ।
এতে শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন, কার্যকরী সদস্য তানভীর হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
শাবি প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক বলেন, দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্ববৃহৎ ক্যাম্পাস নিয়ে গড়ে ওঠেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সফলতার দিক দিয়েও এগিয়ে যাচ্ছে এ ইউনিভার্সিটি।
‘প্রতিটি বিভাগের শিক্ষকরা সঠিক সিলেবাস অনুসরণ করে দক্ষতার সাথে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন।’
এছাড়া এমইউ শাবিকে অনেক দিক থেকে অনুসরণ করে বলে জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ নোমান/ নাজাত-৯